নোবিপ্রবি প্রতিনিধি;
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে ০২ বছরের জন্য এবং অন্য একজন শিক্ষককে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৬৫তম রিজেন্ট বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল ২৫ মে (রবিবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) তামজীদ হোসাইন চৌধুরী সাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বিষয়টি অবগত করা হয়।
দুই বছরের জন্য সাময়িক বহিষ্কার প্রাপ্ত অভিযুক্ত শিক্ষক হলেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো আনোয়ার হোসেন এবং স্থায়ীভাবে অপসারণকৃত শিক্ষক হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এইচ এম মোস্তাফিজুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ শিক্ষার্থীদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন কমিটি কর্তৃক, অভিযুক্ত বিজিই বিভাগের সহযোগী অধ্যাপককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি সন্তোষজনক জবাব না দেওয়ায় রিজেন্ট বোর্ডের ৬৫ তম সভায় আলোচ্যসূচি ১৯ (০২) সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত শিক্ষককে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম থেকে বরখাস্ত করা হয়।
বহিষ্কৃত আরেকজন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমানকেও বিভাগের এক নারী শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলেও তিনি যথাযথ কারণ দেখাতে ব্যর্থ হন এবং তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ প্রমাণিত হওয়ায় উক্ত রিজেন্ট বোর্ডের সিদ্ধান্তক্রমে বিশ্ববিদ্যালয় আইন ৪৭ (৮) এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ৩ (খ) অনুযায়ী তাকে অপসারণ করা হয়।
এই সাময়িক বরখাস্ত করনের সময় শেষ হলেও ড. আনোয়ার হোসেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পূর্বের কোনো ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা সহ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। তিনি পরবর্তী ব্যাচগুলোর একাডেমিক ক্লাস ও প্রশাসনিক কাজে অংশগ্রহণ করতে পারবেন।
উল্লেখ্য তার এই সাময়িক বরখাস্তকরনের সময়কাল সেপ্টেম্বর ১০, ২০২৪ থেকে গণনা করা হবে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com