শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন
আব্দুল্লাহ আল তৌহিদ
নোবিপ্রবি প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিএমএস বিভাগের চলমান সংকট দূরীকরণ ও বিভাগকে পুণর্বিন্যাস করে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস বিভাগে রুপান্তর করে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তির দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (৮ই জানুয়ারি) দুপুর ১২:০০ ঘটিকার সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিএমএস বিভাগের শিক্ষক,শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীরা এই অবস্থান কর্মসূচি ও মানববন্ধনের আয়োজন করে।
এই সময় বিএমএস বিভাগের পক্ষে হতে, বিএমএস বিভাগকে বিলুপ্ত করে অবিলম্বে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক দুটো ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করা, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি গ্রহণ করার ব্যবস্থা করাসহ মোট নয় দফা দাবি পেশ করা হয়।
এইসময় বিএমএস বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী শফিউল আলম বলেন-ডিপার্টমেন্টের একাডেমিক বই, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও অন্যান্য কাজে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারছে না। যার কারণে তারা সাধারণ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাছাড়া বিভাগে নতুন সেশনে শিক্ষার্থীরা পুনরায় ভর্তি হতে পারছে না। সম্প্রতি ১৮ তম ব্যাচের একজন শিক্ষার্থী রি _ এ্যাড নেয়ার প্রয়োজন হলেও সেটা পারছে না। এভাবে রি- এ্যাড , ব্যাক লগ অন্যান্য সমস্যার কারণে তারা বিভিন্ন সমস্যা পড়ছে। এছাড়া ক্লাস, সিটি ও অন্যান্য একাডেমিক কাজে তারা নানা সমস্যায় পড়ছে। বিভাগের সমস্যা মানে নোবিপ্রবি এর সমস্যা। আমরা চাই অতিদ্রুত প্রশাসন আমাদের এই সমস্যা সমাধানের ব্যবস্থা করা।
সানজিদা আকতার সাবিনা নামে ১৮তম ব্যাচের আরেক শিক্ষার্থী বলেন- আমাদের নতুন দুই বিভাগ খোলার জন্য পর্যাপ্ত শিক্ষক রয়েছে যদি আপনারা নতুন বিভাগ না খুলেন তাহলে ভবিষ্যতে আমাদের ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।
বিএমএস বিভাগের সহকারী অধ্যাপক মো:শাহীন কাদির ভূঁইয়া বলেন -আমাদের বিভাগের সংকটটি অতি দ্রুত সমাধান করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইউজিসিকে উদ্যোগ গ্রহণ করতে হবে। যাতে করে আমরা ২০২৪- ২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করতে পারি।এবং বিভাগের সকল শিক্ষার্থী সব ধরনের সুযোগ সুবিধা প্রাপ্ত হয়।
অবস্থান কর্মসূচী ও মানববন্ধনে বিএমএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.দিব্যদ্যুতি সরকার
বলেন – বিভাগের এই মুহূর্তে সমস্যাটি হলো গত ২০২৩- ২৪ শিক্ষাবর্ষে এই বিভাগে কোন ছাত্রছাত্রী ভর্তি হয় নাই। ভর্তি না হওয়ার কারণ ইউজিসি একটা সিদ্ধান্ত দিয়েছে ভর্তি বন্ধের বিষয়ে। ছাত্র-ছাত্রী ভর্তি বন্ধের সিদ্ধান্ত এটা এখনো উঠিয়ে নেওয়া হয়নি।তাই আমরা আশঙ্কা করছি এরকম চলতে থাকলে আমাদের বিভাগটি শিক্ষার্থী শূন্য হয়ে পড়বে। আমাদের প্রথম দাবি হলো ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এ বিভাগে ছাত্রছাত্রী ভর্তি করতে হবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।