বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন
আব্দুল্লাহ আল তৌহিদ
নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’র (নোবিপ্রবি) প্রথম জেলাভিত্তিক সংগঠন ‘নোবিপ্রবিতে আমরা নরসিংদীবাসী’ এর নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সংগঠনটি তাদের নতুন কার্যনির্বাহী পরিষদের তালিকা প্রকাশ করে।
বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী আশিকুর রহমান জীবন ও মৎস্য ও সামুদ্রিক বিজ্ঞান বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী আতিকুর রহমান কে সাধারণ সম্পাদক করে এ কমিটি অনুমোদিত হয়।
কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি এহসান উল করিম আসিফ, সহ-সভাপতি সুজন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েনা আক্তার, আশিকুর রহমান সাদাত, সৈয়দ আবু জোহানী, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, নাদিম ভুইঁয়া, আব্দুন নূর তানভীর, আফসানা রহমান মিম, ঋত্বিকা দাস ও জাবেদ হাসান বিজয়।
নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেন ” নোবিপ্রবিতে আমরা নরসিংদীবাসী নোবিপ্রবিতে অধ্যয়নরত নরসিংদী জেলার প্রতিটি শিক্ষার্থীর আবেগের জায়গা। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী ও সকল সিনিয়রদের দিকনির্দেশনা মেনে এবং ব্যাচমেট ও জুনিয়রদের আন্তরিক সহযোগিতায় সংগঠনকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।” সভাপতি আশিকুর জীবন বলেন “নোবিপ্রবিতে আমরা নরসিংদীবাসী হলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম আঞ্চলিক সংগঠন। ঐতিহ্যবাহী এই সংগঠনের সভাপতির দায়িত্ব পেয়ে আমি খুব আনন্দিত। বিগত কমিটি নানা রকম চাপের কারনে তাদের কাজগুলো সঠিকভাবে করতে পারে নি।আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই সংগঠনকে একটা সুন্দর ও অনুকরণীয় আঞ্চলিক সংগঠন হিসেবে দাঁড় করাবো ইনশাআল্লাহ “
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।