বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০১:০২ অপরাহ্ন
নোবিপ্রবি প্রতিনিধি;
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) “তপন বিহারী বৃত্তি ফান্ড” নামে একটি বৃত্তি কার্যক্রমের অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একাডেমিক কাউন্সিলের ৬৮তম সভায় উক্ত বৃত্তি ফান্ডের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সোমবার(২৬মে)বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোসাইন চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে দাতা তপন বিহারীর সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে জানাচ্ছি যে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৬৮তম সভায় উপস্থাপিত “তপন বিহারী বৃত্তি ফান্ড” অনুমোদনের সুপারিশ করা হয়। অন্যান্য প্রতিষ্ঠানের সাথে যে প্রক্রিয়ায় বৃত্তির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে এ ক্ষেত্রেও একই বিধি অনুসরণপূর্বক MOU স্বাক্ষর করে একাডেমিক কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে বৃত্তিটি চালুর অনুমতি প্রদান করা হলো। সঙ্গে MoU স্বাক্ষর করে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্যও এই বৃত্তির সুযোগ প্রসারিত করা হবে।
জানা যায়, কুমিল্লার সিনিয়র এডভোকেট জনাব তপন বিহারী নাগ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের এই বৃত্তি দিয়ে থাকেন।
এ বিষয়ে নোবিপ্রবি আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.জামশেদুল ইসলাম বলেন-“শিক্ষার্থীদের জন্য এ ধরনের বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি তাদের জন্য একটি অনুপ্রেরণার উৎস। আমরা আশা করি, ভবিষ্যতে আরও শিক্ষার্থী এই বৃত্তির আওতায় আসবে এবং উচ্চশিক্ষায় এগিয়ে যাবে। ‘তপন বিহারী বৃত্তি ফান্ড’-এর মতো উদ্যোগ আমাদের বিভাগের শিক্ষার গুরুত্বকে আরও দৃঢ় করবে।শিক্ষা বৃত্তিটি আমাদের আইন বিভাগের শিক্ষার্থীদের পড়ালেখার বিষয়ে আরো কার্যকরী ভূমিকা রাখবে,বিভাগের মেধাবীরা এবং যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে এই বৃত্তির মাধ্যমে সহযোগীতা করা হবে।এবং বৃত্তির সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনবিভাগের পক্ষ হতে ধন্যবাদ জ্ঞাপন করছি”
এই উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে প্রতিভা বিকাশ ও উচ্চশিক্ষায় আগ্রহ বাড়বে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।