নোবিপ্রবি প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নোবিপ্রবি শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী, প্রতিবছরের মতো এবারও পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
নোবিপ্রবি ছাত্রদলের সদস্য সচিব সাহারাজ উদ্দিন জিহান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীবান্ধব, পরিবেশবান্ধব কর্মসূচির মাধ্যমে তাদের রাজনীতি করে। তারই ধারাবাহিকতায় নোবিপ্রবি ছাত্রদল আজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। আগামীতেও আমরা পজিটিভ কর্মসূচির মাধ্যমে ছাত্রদলকে একটি আদর্শিক সংগঠন হিসেবে সাধারণ শিক্ষার্থীদের মাঝে প্রতিষ্ঠিত করবো।”
নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী জাহিদ হাসান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনার আলোকে প্রতিবছরের মতো এবারও আমরা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। জলবায়ু পরিবর্তন, দূষণ ও বৈশ্বিক উষ্ণতা আজ আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে হলে এখন থেকেই সবাইকে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। ছাত্রদলের এই উদ্যোগ শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়—আমরা চাই এটি একটি সচেতনতা ও দায়িত্ববোধের আন্দোলনে পরিণত হোক। পরিবেশবান্ধব সমাজ গঠনে আমাদের এই কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা সাব্বির হাসান শান্ত, আমিনুল ইসলাম, সাখাওয়াত হোসেন সায়েম, মামুন হাসান, এহসানুল করিম আসিফ, মোহাম্মদ আলী, মাহমুদুল হাসান দুর্জয়, বুলবুল ইসলাম, মোজাম্মেল হোসেন রিমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com