মোঃ নাহিদ হাসান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি।
নিয়ামতপুর উপজেলার ২ নং চন্দনগর ইউনিয়নের বেনিপুর বাজার থেকে কান্তইল হয়ে ছোট কাটনা পযন্তু প্রায় ৪ কিলোমিটার কাঁচা রাস্তা। গ্রামের লোকজন চলাচল করে এই রাস্তা দিয়ে । ওই রাস্তা দিয়ে কৃষকেরা মাঠ থেকে বাড়িতে ফসল আনেন। রাস্তাটি কাঁচা হওয়ার কারণে দীর্ঘদিন সংস্কার না করায় বর্ষাকালে রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে দেনদরবার করেও ফল পাননি গ্রামবাসী। অবশেষ উক্ত গ্রামবাসি স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করছেন।
এ ঘটনা উক্ত ৪ কিলোমিটার রাস্তার। সেখানকার বাসিন্দারা আজ বৃহস্পতিবার থেকে রাস্তা সংস্কারের কাজ করছেন। ওই কাজ শেষ হতে আরও তিন-চার দিন লাগবে বলে জানিয়েছেন তাঁরা।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ৫০-৬০ জন রাস্তা সংস্কারের কাজ করছেন। কেউ সড়কের পাশের জমি থেকে মাটি কাটছেন। অনেকে সেই মাটি ঝুড়িতে করে রাস্তায় ফেলছেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন রাস্তাটিতে সরকারিভাবে কোনো সংস্কারকাজ করা হয়নি। বিভিন্ন স্থানে মাটি ধসে রাস্তা ভেঙে গেছে। অনেক স্থানে বড় বড় গর্ত। বৃষ্টি হলে সেখানে পানি জমে। চলাচলে সীমাহীন ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার কৃষকেরা। তাঁরা মাঠের ফসল ওই রাস্তা দিয়ে ঘরে তুলতে পারছেন না। তাই নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন। আজ থেকে ৫০-৬০ জন রাস্তা সংস্কারে কাজ করছেন। এ কাজ শেষ হতে আরও তিন-চার দিন সময় লাগতে পারে। এলাকার জনপ্রতিনিধিসহ অনেকের কাছে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছি। কিন্তু কেউ উদ্যোগ নেননি। তাই নিজেরাই উদ্যোগটা নিয়েছি। গ্রামের বাসিন্দা
রাস্তা সংস্কারে উদ্যোগী ব্যক্তিদের মধ্যে রয়েছেন আহম্মদ আলী । তিনি বলেন, ‘এলাকার জনপ্রতিনিধিসহ অনেকের কাছে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছি। কিন্তু কেউ উদ্যোগ নেননি। তাই নিজেরাই উদ্যোগটা নিয়েছি।
কিন্তু বিষয়টা জানার পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বদি উক্ত স্থান পরিদর্শন করেন। তিনি বলেন, উক্ত রাস্তা বাজেট হয়ে আছে । কিন্তু করোনা সংক্রমনের ঊর্ধ্বগতির কারণে বাজেট পাশ হতে সময় হচ্ছে। বাজেট পাস হওয়ার সঙ্গে সঙ্গে কাজ শুরু হবে। বলে জনসাধারণের মাঝে ৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রধান করেন। এবং তিনি দৈনিক পরিবর্তন কে বলেন, যেসব জায়গায় পরিবহন চলতে সমস্যা হচ্ছে,সেই সব জায়গায় কিছুদিনের মধ্যে ইট দিয়ে ভরাট করা হবে। এই ছাড়া সবাই শ্রম দিয়ে সংস্কারকাজে অংশ নিয়েছেন তাই তাদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানান।
চন্দনগর ইউনিয়নের ১,২,৩, নং ওয়াডের মহিলা মেম্বার মঞ্জুয়ারা বেগম বলেন, সীমিত বরাদ্দ থাকায় এ রাস্তার সংস্কার করা সম্ভব হয়নি। তবে সংস্কারের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com