নির্বাচনে ডাব প্রতীক ব্যবহার করায় হজরত বাকুশাহ মার্কেট সমবায় সমিতি লিঃ, নীলক্ষেত, ঢাকা বরাবর লিগ্যাল নোটিশ দিয়েছেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম।
আগামী ২২ জানুয়ারি উক্ত সংগঠনের নির্বাচনে প্রতীক হিসেবে ডাব ব্যবহার করা হচ্ছে। অথচ গত ৯ জানুয়ারি মহামান্য হাই কোর্ট সামাজিক ও পেশাজীবি সংগঠনের নির্বাচনে ডাব প্রতীকের ব্যবহার কেনো অবৈধ হবে না তার ওপর রুল জারী করেন।
সাতক্ষীরার ভোমরা কাস্টমস এ্যান্ড ক্লিয়ারিং এজেন্ট এসোসিয়েশনের নির্বাচনে ডাব প্রতীকের ব্যবহারকে কেন্দ্র করে দায়ের করা ৩২৩/২০২২ নং রিট পিটিশনে উক্ত রুল জারী করা হয়। বাংলাদেশ কংগ্রেসের পক্ষে দলের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম উক্ত রিট পিটিশন দায়ের করেন।
উক্ত রিটের রুল চলমান থাকাবস্থায় হজরত বাকুশাহ মার্কেট হকার্স সমবায় সমিতি লিঃ তাদের নির্বাচনে ডাব প্রতীক ব্যবহার করছে যা মহামান্য হাই কোর্টের প্রতি অবজ্ঞা হিসেবে মনে করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com