মোঃ সিরাজুল ইসলাম
রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ৪২ টি গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে স্কুল শিক্ষার্থীসহ এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা টায়ারে আগুন জ্বলিয়ে ও গাছের গুড়ি ফেলে চনপাড়া-নগরপাড়া সড়ক অবরোধ করে রাখে।
আগামী এক সপ্তাহের মধ্যে লোডশেডিং না কমলে ও ডিজিএমের অপসারণ করা না হলে বিদ্যুৎ অফিস ঘেরাওসহ বড় ধরণের কর্মসূচি দেওয়া হবে বলে বক্তারা ঘোষণা দেন।
বক্তারা বলেন, রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ৪২টি গ্রাম বিদ্যুতের ক্ষেত্রে বৈষম্যের শিকার।
এখানে বিদ্যুৎ থাকে না বলেই চলে। সপ্তাহের ছুটির দিনেও নানা অজুহাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকে। ফলে মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সভায় বক্তব্য রাখেন, কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলজার হোসেন, কায়েতপাড়া ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক মামুন মিয়া, আনোয়ার হোসেন আনু, নাসির আহম্মেদ, শিপলু, আব্দুস সাত্তার, আক্তার হোসেন, তারেক আহমেদ, মোবারক, শাকিল মিয়া, নুর হোসেন, সালাউদ্দিন ফালা প্রমুখ।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com