মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে নিজ বাড়িতে ইয়াবা সেবনের সময় হাতেনাতে আটক হয়েছেন রনি গাজী (৩২)। তিনি কোটালীপাড়া পৌরসভার দক্ষিণ কয়খা গ্রামের মৃত চাঁদ মিয়া গাজীর ছেলে।
বুধবার (৬ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ। এ সময় অভিযুক্ত রনি গাজীকে আটক করে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও সংশ্লিষ্ট কার্যক্রমের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রনি গাজী নিজ বাড়িতে বসে ইয়াবা সেবন করছিলেন। এলাকাবাসীর সন্দেহ হলে তারা বিষয়টি প্রশাসনকে জানায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুম বিল্লাহ জানান, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে প্রশাসনের পাশাপাশি সবার সহযোগিতা জরুরি।”
এদিকে, মাদকবিরোধী এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। তাঁরা বলেন, “আমরা চাই, প্রশাসন এ ধরনের অভিযান অব্যাহত রাখুক। আমাদের সন্তানদের রক্ষা করতে হলে এখনই কঠোর পদক্ষেপ নেওয়া দরকার।”
সাধারণ মানুষ ও সচেতন মহলের দাবি, কোটালীপাড়া উপজেলাকে একটি মাদকমুক্ত, সচেতন ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও যুব সমাজকে সক্রিয় হতে হবে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com