মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
সারা দেশব্যাপী নারী ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে সাধারন শিক্ষার্থীরা।
আজ রবিবার (০৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লিপুস ক্যান্টিনের সামনে থেকে একটি মশাল মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মো. জসিম উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা ওমর শরীফ, ছাত্র ইউনিয়ন নেতা সুবর্না ধর বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, দেশব্যাপী শুধু ধর্ষণ নয় আইনশৃংখলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। এর আগেও ধর্ষনের ঘটনা ঘটলেও বিচারহীনতার অভাবে আসামীরা পার পেয়ে গেছে। যার কারনে একের পর এক এধরনের ঘটনা বেড়েই চলছে। অথচ নারীদের পোশাকের উপর দোষারোপ করা হচ্ছে। দ্রুত আসামীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচী পালন করা হবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।