বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
মোঃ সিরাজুল ইসলাম
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের কাছে এ মনোনয়নপত্র আনুষ্ঠানিক ভাবে জমা দেন তিনি।
মনোনয়নপত্র দাখিলের পূর্বে মুড়াপাড়া শিল্পকলা একাডেমির মাঠ প্রাঙ্গণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নুরজাহান বেগম, নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক নাসির উদ্দীন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি এড. মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাশির উদ্দিন বাচ্চুসহ অনেকে।##
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।