শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন
হাসান আলী সোহেল, নাটোর
প্রতিনিধি:
রবি ২০২৫–২৬ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে নাটোরে।
রবিবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আদনান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহানসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষকেরা।
প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ৩৬০ জন কৃষকের মাঝে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে গমের জন্য প্রতি কৃষককে দেওয়া হয় ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। সরিষার জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি; পেয়াজের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি; চিনাবাদামের জন্য ১০ কেজি বীজ ও ১০ কেজি ডিএপি; মসুরের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি; এবং খেসারির জন্য ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় হ্রাস করবে এবং তাদেরকে অধিক ফসল উৎপাদনে উৎসাহিত করবে।
হাসান আলী সোহেল, নাটোর
প্রতিনিধি
মোবাঃ ০১৭৭২৮৬২৫৭৯
তারিখ- ০২/১১/২০২৫খ্রী.
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।