হাসান আলী সোহেল নাটোর প্রতিনিধি,
নাটোরের বাগাতিপাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চলমান এইচএসসি পরীক্ষায় তীব্র বৃষ্টিতে নাটোরের বাগাতিপাড়ায় পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় এগিয়ে এসেছে ছাত্রদল।রবিবার (২৯ জুন) সকালে উপজেলার বাগাতিপাড়া মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রের সামনে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই কার্যক্রম।একই সঙ্গে অন্যান্য কেন্দ্রগুলোর সামনেও ছাত্রদল নেতাকর্মীরা সক্রিয়ভাবে এই কার্যক্রম চালান।এসময়
ছাত্রদলের পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে কলম,কোট ফাইল ও স্কেল বিতরণ করা হয়।এছাড়া অভিভাবকদের দিকেও ছিল বিশেষ নজর।বৃষ্টিতে অসুস্থ হয়ে কেউ যাতে কষ্ট না পান,সে জন্য কেন্দ্রের বাইরে অবস্থানরত ছাত্রদল নেতাকর্মীরা প্রস্তুত ছিলেন সহায়তা দিতে।কার্যক্রমে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া পৌর ছাত্র দলের আহবায়ক মুহাম্মদ মোতালেব আলী পান্না,বাগাতিপাড়া উপজেলা ছাত্র দলের সদস্য সচিব শাহারিয়ার মাহামুদ
স্বাধীন,যুগ্ম আহবায়ক লিটন আলী প্রমুখ।বাগাতিপাড়া পৌর ছাত্র দলের আহবায়ক মুহাম্মদ মোতালেব আলী পান্না বলেন,উপজেলার প্রতিটি কেন্দ্রে আমরা প্রস্তুত ছিলাম।এই প্রচন্ড
বৃষ্টিতে পরীক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক সহায়তা করেছি
পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে কলম,কোট ফাইল ও স্কেল দিয়েছি।ছাত্রদল সবসময় শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করে।তিনি আরো বলেন,নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী।নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. ফারজানা শারমিন পুতুলের
সহযোগিতায় উপজেলার প্রতিটি কেন্দ্রে ছাত্রদলের নেতাকর্মীরা একইভাবে পরীক্ষার্থীদের পাশে ছিল।আমরা চাই সমাজে ভালো কাজের প্রতিযোগিতা হোক।এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।শিক্ষার্থী ও অভিভাবকরাও ছাত্রদলের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ
করেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com