মৌসুমী আক্তার,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রাম এর নাগেশ্বরী পৌর বাজার কতৃক আয়োজিত নাগেশ্বরী গালা মাল ফুটবল একাদশ বনাম কাঁচা মাল ফুটবল একাদশ এর ফাইনাল খেলা নাগেশ্বরী ডি.এম একাডেমি মাঠে অনুষ্ঠিত হয় শুক্রবার,সময় বিকাল ৪ টা ৩০ মিনিট
খেলার ফলাফলঃ
নাগেশ্বরী কাঁচা মাল ফুটবল একাদশঃ০৩।
নাগেশ্বরী গলা মাল ফুটবল একাদশঃ ০২।
খেলা শেষে রানার্সআপ ও বিজয়ী দলের অধিনায়ক এর হাতে পুরুস্কার তুলে দেন। জনাব মোঃ আখের উজ্জামান আখের।
ক্রিকেটের নিবেদিত প্রাণ, ক্রিকেট প্রেমিক,নাগেশ্বরী,কুড়িগ্রাম। এবং জনাব মোঃ মাহাবুর রহমান মাহাবুব, প্রচার ও প্রকাশনা সম্পাদক, কুড়িগ্রাম ক্রীড়া উন্নয়ন সমিতি।
পরন্ত বিকেলে প্রাণের ফুটবল খেলা টানটান উত্তেজনায় ঐতিত্যবাহী নাগেশ্বরী ডি.এম একাডেমি ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়।উক্ত খেলায় অংশগ্রহণ করে মূলত দুটি দল। গলা মাল ফুটবল একাদশ বনাম কাঁচা মাল ফুটবল একাদশ।
সম্পূর্ণ মাঠে খেলোয়াড় ছিলো চোখে পরার মতো।
পরে আয়োজক কমিটির কাছ থেকে জানা যায় এর সাথে যুক্ত হয়েছে মশলার দোকানদার আর পানের দোকানদার। সত্যি চমকপ্রদ ফুটবল খেলাটি ছিলো দারুণ উপভোগের।ফুটবল প্রেমীদের ভালবাসা আর উৎসাহের যেন কমতি ছিল না।
ব্যাবসায়ীদের ফুটবলের প্রতি আগ্রহ আর ভালবাসায় মুগ্ধ।
সুন্দর ফুটবল খেলার আয়োজন ও পুরস্কার বিতরণ সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় খেলা আয়োজক কমিটি ও উভয় দলের সকল খেলোয়াড়দের কুড়িগ্রাম ক্রীড়া উন্নয়ন সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com