 
     হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি:
হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় সেবা খাতে নাগরিক পরিবীক্ষণ সেবা খাতে প্রাপ্ত তথ্য নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে পারসাঐল কমিউনিটি ক্লিনিকের নাগরিক পরিবীক্ষণ সংক্রান্ত তথ্য উপস্থাপন করে এই মতবিনিময় সভার আয়োজন করে নাগরিক ফোরাম।
এই কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হিসেবে ছিল খান ফাউন্ডেশন, বাস্তবায়ন সহযোগিতায় আলো, নাটোর, আর্থিক সহযোগিতায় এসডিসি (SDC) ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, এবং কারিগরি সহযোগিতায় নাগরিকতা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. কামাল উদ্দিন ভূঁইয়া, ইউএইচ অ্যান্ড এফপিও ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন, নাটোর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলোর নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা, এবং কলম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব হারুন আলী, যিনি সভার সভাপতিত্ব করেন।
মতবিনিময় সভায় নাগরিক ফোরামের সদস্যরা স্থানীয় সেবা খাতের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করেন এবং নাগরিক সেবা আরও উন্নয়নে প্রস্তাবনা ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
সভাটি পরিচালনা করেন নাগরিক ফোরামের সদস্য মো. জুলহাস কাইয়ুম, এবং সার্বিক সহযোগিতায় ছিলেন নাগরিক ফোরামের সদস্য এস. এম. লিটন আলী।
নাগরিক অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সেবা খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এমন উদ্যোগকে উপস্থিত সকলেই প্রশংসা করেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
         মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com