মনিরুজ্জামান মনির, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় চরমধুয়া যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থ্যায়নে বিনামুল্যে ঔষধ বিতরন,চক্ষু, গাইনী, শিশু রোগ, ডাইবেটিস সহ সাধারন রোগের চিকিৎসা সেবা ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বৃক্ষরোপন কর্মসুচি আয়োজন করা হয়েছে। মেঘনা মডেল হাই স্কুল প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক আহসান সিকদার এর আহবানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থ্যায়নে ব্যাপক প্রস্তুতি নিয়ে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে ২দিন ব্যাপি চরমধুয়া মেঘনা নদী এলাকায় দু:স্থ অসহায় দরিদ্র মানুষের জন্য স্বাস্থ্য সেবা দিতে উন্নতমানের ডাক্তার ধারা বিনামুল্যে ঔষধ বিতরন ফ্রি মেডিক্যাল ক্যাম্প বৃক্ষরোপন কর্মসুচির অংশ হিসেবে। গতকাল সকালে নরসিংদীর রায়পুরায় চরমধুয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে যমুনা ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উক্ত চিকিৎসা সেবা ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বৃক্ষরোপন কর্মসুচি শুভ উদ্ধোধন করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক এমপি,আলহাজ¦ নুর মোহাম্মদ । এ সময় আরো উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুস ছালাম, মেঘনা মডেল হাই স্কুল প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক ব্যাংকার আহসান সিকদার, চরমধুয়া আর্দশ উচ্চ বিদ্যালয় সভাপতি ডা: সৈয়দ আমিরুল হক, চরমধুয়া প্রাথমিক বিদ্যালয় সভাপতি সুমন সিকদার,সমাজ সেবক হাবিব সিকদার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গগন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যমুনা ব্যাংক বরাবরই দেশের মধ্যে প্রথম স্থান লাভ করে সৃষ্টত্ব অর্জন করে আসছে, যমুনা ব্যাংক ব্যবসার পাশা-পাশি দেশের মানুষের জন্য সমাজ সেবা কাজে দীর্ঘদিন যাবৎ সাধ্য অনুযায়ে সঠিকভাবে দায়িত্ব পালন করে আসছে। তিনি আরো বলেন, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থ্যায়নে ২০ লক্ষ টাকা ব্যায়ে চরমধুয়াতে কয়েক হাজার মানুষের জন্য দুই দিন ব্যাপী এ কর্মসুচি হাতে নিয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। চরমধুয়া নদী ভাংঙ্গন ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ৩ লক্ষ টাকার ত্রান সামগ্রী ও শীতবস্ত্র বিতরন করা হবে। যমুনা ব্যাংক ফাউন্ডেশন সব সময় দেশের মানুষের পাশে ছিল,আগামী দিনেও মানুষের পাশে থেকে সমাজ সেবামুলক কাজ করতে বদ্ধপরিকর।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com