মনিরুজ্জামান মনির,নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীতে ৭২ পাউন্ডের বিশাল আকারের কেক কেটে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৩ জুন নরসিংদী জেলা আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলীর নেতৃত্বে জেলা আওয়ামীলীগ এবং নরসিংদী শহর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র কামরুজ্জামান কামরুল ও সাধারণ সম্পাদক বর্তমান মেয়র আমজাদ হোসেন বাচ্চুর নেতৃত্বে নরসিংদী শহর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন সমূহ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
নরসিংদী শহর আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা পরিষদের সভাপতি জেলা আওয়ামীলীগের সাবেক সেক্রেটারী আলহাজ্ব আবদুল মতিন ভূঞা। নরসিংদী শহর আওয়ামীলীগের সভাপতি সাবেক মানবিক মেয়র কামরুজ্জামান কামরুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, জেলা আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুমি সরকার ফাতেমা, সেক্রেটারী পৌর কাউন্সিলর ইয়াসমিন সুলতানা, শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সেক্রেটারী রফিকুল ইসলাম ভূইয়া,আওয়ামীলীগ নেতা ইফতেখার হোসেন রাশেল প্রমূখ। পরে সভা শেষে গনভোজের আয়োজন করা হয়েছে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com