-আবু হাসান নবীনগর পতিনিধি।
ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্রীঘর গ্রামে এক নববধূ'র গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়,
শ্রীঘর গ্রামের জামাল মিয়ার ছেলে সুজন মিয়া প্রেম করে গত ৯ মাস আগে বিয়ে করে একই উপজেলার বাইশমৌজা এলাকার চারগাঁছ গ্রামের সানিয়া আক্তার (১৮) কে।
পরিবারের লোকজন জানায়,
মাটিকাটা'র শ্রমিক সুজন মিয়া গতকাল ১৭ অক্টোবর শনিবার রাতে ভাত খাবার পর বাড়ির পার্শ্ববর্তী ঘাটে বাঁধা নৌকা দেখতে যায়।ঘন্টা খানেক পরে বাড়ি ফিরে সানিয়াকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে বেড়ার ফাঁক দিয়ে ঘরের ফ্যানের সাথে ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়।খবর পেয়ে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করে।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com