.আবু হাসান নবীনগর প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের পাক হাজিপুর গ্রামে চোরের ছুরির আঘাতে মৃত্য গনি মিয়া হাজীর ছেলে সোহাগ রানা নামের এক প্রবাসী নিহত হয়েছেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার মধ্যরাতে মুখে কাপড় বেঁধে চোর চুরির উদ্দেশ্যে বাড়ির ভেতরে ঢুকলে, সোহাগ টের পেয়ে চোরকে ধাওয়া করে ধরে ফেলেন, এ সময় ওই চোরের সাথে তার হাতাহাতির একপর্যায়ে চোরগুলো সোহাগকে এলোপাতারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে কুমিল্লায় রেফার্ড করেন।
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে সোহাগ রানা মারা যায়। নিহত সোহাগ রানা এক কন্যা সন্তানের জনক ছিলেন। হটাৎ এমনভাবে সোহাগ রানা মৃত্যুতে তার বাড়িতে শোকের মাতম চলছে।
নিহতের বড় বোন নাজমা বেগম বলেন, চোর-চোর বলে ধাওয়া করে এক যুবককে ধরে ফেলেন আমার ভাই, এসময় চোরের হাতে থাকা ছুড়ি দিয়ে আমার ভাইকে কুপিয়ে পালিয়ে যায়। এই ঘটনার সুষ্ঠ তদন্ত করে, জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান পরিবারের সদস্যরা।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন জানান, ঘটনাটি শুনেছি। ধারণা করা হচ্ছে সে চুরি করতে এসেছিল, পরে পালিয়ে যাওয়ার সময় ছুরিকাঘাত করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com