আবু হাসান, নবীনগর প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাঠাঁলিয়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে কাঠাঁলিয়া সমাজকল্যাণ পাঠাগার শুভ উদ্ভোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার জিনদপুর ইউনিয়নের কাঠাঁলিয়া বাগাদানা বাজারে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে অানুষ্ঠানিক ভাবে এই পাঠাগারের শুভ উদ্ভোধন করা হয়।
কাঠাঁলিয়া সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেস্টা প্যানেল সদস্য সৈয়দ জামাল মিয়ার সভাপতিত্বে ও শিক্ষানোবিষ আইনজীবী মোঃ সুহেল মিয়ার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের প্রধান উপদেস্টা প্যানেল সদস্য মোঃ মকবুল হোসেন ও হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক এম কে জসিম উদ্দিন, সমাজ সেবক নওয়াব ডাক্তার, উপদেষ্টা পরিষদ সদস্য, নাজমুল হোসেন সেন্টু, হাজী মোঃ জীবন মিয়া, মোঃবাবুল মিয়া, মাজেদুল ইসলাম, জিএম নাদির হোসেন এমদাদ (উপদেষ্টা সমন্বয়ক), মোঃলিল মিয়া মাষ্টার, মোঃ রাসেল মিয়া, রবিউল আওয়াল রবি, বিপুল পাল, আলম মিয়া, জুনায়েদ ইসলাম, মোঃ নাজমুল, সংগঠনের স্বেচ্ছাসেবক টিমের সকল সদস্য সহ সংগঠন ও এলাকার সর্বস্তরের নেতৃবৃন্দ।
কাঠাঁলিয়া সমাজকল্যাণ পাঠাগার উদ্ভোধনী অনুষ্ঠানে কাঠাঁলিয়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে গ্রামের ৬ টি মসজিদে ৩০ টি বাংলা অনুবাদসহ কোরআন শরীফ বিতরন করা হয় এবং হাফেজ মোঃ শাহজালালকে সম্মাননা ক্রেস্ট, ৬ জন ইমাম ও গ্রামের আশ্রমের সেবায়েত কে নগদ অর্থ প্রদান করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, আমাদের সংগঠনের মূল উদ্দেশ্যই হলো এলাকার দারিদ্র বিমোচন, শিক্ষা ও উন্নয়নমূলক কাজ করা এবং এলাকার তরুণ সমাজকে মাদক ও ফেইসবুক আসক্ত থেকে বাচাঁতে আমাদের সংগঠনের উদ্যোগে পাঠাগার প্রতিষ্ঠা করা হয়েছে, কেণনা বই পড়া থেকে আনন্দ, বুদ্ধি ও সক্ষমতা অর্জিত হয়।
আমন্ত্রিত অতিথিরা কাঠাঁলিয়া সমাজকল্যাণ সংস্থার সকল কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং এলাকার উন্নয়নে সবসময়ই এই সংগঠন যথাযথ ভূমিকা পালন করবেন বলে প্রত্যায় ব্যাক্ত করেন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com