স্বপন রবি দাস,জেলা প্রতিনিধি হবিগঞ্জ:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ইনাতগঞ্জ গামী রাস্তার সাইনবোর্ড বাজারে মেসার্স আমিন ফার্মেসী সামন থেকে ৪২ হাজার শলাকা ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ সেখ নাসিরুদ্দিন পাতা বিড়ি এবং পাতা বিড়ির বহনকারী, ও ১টি সিএনজিসহ ২ জনকে গ্রেফতার করেছে সিলেট লালাবাজার ৭এপিবিএন পুলিশ। (অতিরিক্ত ডিআইজি), খন্দকার ফরিদুল ইসলাম দিকনির্দেশনায়, (অতিরিক্ত পুলিশ সুপার) মোঃ মফিজুল ইসলামের তত্ত্বাবধানে (সহকারি পুলিশ সুপার) মোঃ আছাবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে বর্ণিত মঙ্গলবার সকালে ইনাতগঞ্জ গামী রাস্তার সাইনবোর্ড বাজারের মেসার্স আমিন ফার্মেসীর সামন থেকে ৪২ হাজার শলাকা ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ সেখ নাসিরুদ্দিন পাতা বিড়িএবং পাতা বিড়ির বহনকারী, ও ১টি সিএনজি সহ তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামি হল, সুনামগঞ্জ জেলার দিরাই থানার তেতৈয়া গ্রামের আব্দুল মান্নানের পুএ ফরাচ মিয়া (৪০), অন্যজন একি জেলার জগন্নাথপুর থানার রোয়াইল গ্রামের কোরেশ মিয়ার পুএ মিজানুর রহমান (৪৫) আটক করা হয়।গ্রেফতারের সময় তাদের কাছ থেকে, ৪২ হাজার শলাকা ভারতীয় আমদানি নিষিদ্ধ সেখ নাসিরুদ্দিন পাতার বিড়ি এবং বিড়ি বহনকারী ১টি সিএনজি যাহার রেজিঃ মৌলভীবাজার নং-থ ১১-৯২৪৮, এবং ইঞ্জিন নং-AF2WDE94973, ও চেসিস নং MD2A44AZ4DWF41840 উদ্ধার হিসেবে জব্দ করা হয়। এসআই (নিঃ)৭০৩৩ মোঃ নুরুল হুদা ঘটনার বিষয়ে বাদী হয়ে উক্ত গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নবীগঞ্জ থানায় এজাহার দায়ের করেন।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিলেট লালাবাজারের ৭ এপিবিএন পুলিশ।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com