জেলা প্রতিনিধি,হবিগঞ্জ:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৬ নং কুর্শি ইউনিয়নের সাদুল্লাহপুর গ্রামে পূর্বে শত্রুতার জের ধরে ও গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্র জানা যায় যে, মৃত আব্দুল হকের মেয়ে সুফিয়া বেগম
বলেন ভাই বোন প্রবাসে থাকার কারণে আমি বাড়ী ঘর ও জায়গা জমি দেখাশুনা করার জন্য আমার পিত্রালয়ে দীর্ঘ ২০ বৎসর যাবৎ সাদুল্লাপুর গ্রামে বসবাস করিয়া আসিতেছি।
পরিবর্তনের নিউজ পড়ুন Google News - এ
আমি আমার পিত্রালয়ে থাকার আমার আত্মীয়-স্বজন কিছু লোক আমার প্রতি হিংস্রাত্মক মনোভাব পোষণ করিয়া আসিতেছে এবং আমার জমি জমা আত্মসাৎ করার জন্য আমার উপর বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করিতেছে এবং আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদান করিতেছে।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সাদুল্লাপুর গ্রামের মোঃ খছরু মিয়া (৪০), জিলু মিয়া (৩৯),মোঃ রাজিব মিয়া (২৪), বশির মিয়া (৫০), খালেদ মিয়া (৩৫), এদের বিরুদ্ধে আমি নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করি।
(২৯জুন)২০২৪ইং রোজ শনিবার ভোর অনুমান ৪.৩০ ঘটিকার সময় অজ্ঞাতনামা ৫/৬ জন লোক আমার পশ্চিম দিকের একটি জমিতে গাছগাছালি কাটতে শুরু করে এবং আমাদের জমির প্রায় ৪০/৪৫টি গাছ কাটিয়া ফেলে। অতঃপর আমি ফজরের নামাজ আদায় করার সময় উঠিয়া দেখিতে পাই যে, লোকজন আমার জমিতে প্রায় ৪০/৪৫টি গাছ কাটিয়া পালাইয়া গেছে। যাহাতে আমার প্রায় ২০,০০০/- (বিশ হাজার) টাকার ক্ষতিসাধন হইয়াছে। উক্ত বিষয়টি এলাকার ময় মুরুব্বীয়ানদেরকে অবগত করাইয়া আপনার থানায় অত্র সাধারণ ডায়েরী দায়ের করিলাম। এমতাবস্থায় উক্ত বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা একান্ত আবশ্যক। নতুবা সমূহ ক্ষতির স্থল বটে। উল্লেখ্য যে, আমি যাতে আমার পৈত্রিক সম্পত্তি ভোগ দখল করতে না পারি এবং এখানে বসবাস করতে না পারি সেই জন্য এলাকার কিছু কুচক্রী লোক আমার বিরুদ্ধে বিভিন্ন ধরণের যড়যন্ত্র করিতেছে এবং এলাকার কিছু লোকজন আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিবে বলিয়া এলাকায় প্রচার করিতেছে। তারপর জীবনের কোনো নিরাপত্তা না পেয়ে (০৮জুন)২০২৪ইং তারিখ সকাল ০৯:০০ ঘটিকার সময় আমি হবিগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ১০৭/১১৪/১১৭ (সি) ধারার বিধান মতে একখানা মিস, ৫৭৫/২০২৪ইং (নবীঃ) মামলা দায়ের করি। মামলাটি বিচারাধীন আছে। আমার ধারনা এই মামলা করার কারনে আমাদের যৌথ জায়গার উপরে লাগানো গাছপালা গুলো ওই সন্ত্রাসীরা ব্যাক্তিরা কাটিয়াছে। ভূক্তভোগী সুফিয়া বেগম বলেন, তারা যে কোন সময় আমার পরিবারের লোকদের বিভিন্নভাবে হয়রানী ও জানমালের ক্ষতি সাধন করতে পারে। তাদের এ ধরণের সন্ত্রাসী কর্মকান্ডে আমি ও আমার পারিবার চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। এ বিষয়ে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি মোঃ মাসুক আলী বলেন,আমরা অভিযোগ পেয়েছি,
তাদের মধ্যে অনেক দিন যাবত জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা চলছিলো।
ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেখতে পায় যে তাদের জায়গায় লাগানো বিভিন্ন প্রজাতি গাছ কেটে ফেলা হয়েছে। অভিযোগ উপেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com