স্বপন রবি দাস,জেলা প্রতিনিধি হবিগঞ্জঃ
হবিগঞ্জের নবীগঞ্জে অতিরিক্ত বিদ্যুৎ বিল ও ঘনঘন লোডশেডিং এর প্রতিবাদে(২৭জুন) বৃহস্পতিবার দুপুরে (সঈদপুর সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক) বান্ধের বাজার জিরো পয়েন্টে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় প্রধান সড়কে প্রায় ৩ ঘণ্টা যাবত যান চলাচল বন্ধ ছিল।
পরিবর্তনের নিউজ পড়ুন Google News - এ
খবর পেয়ে পুলিশের লোকজন ও ইনাতগঞ্জ সাব জোনাল অফিসের এ,জি,এম মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে এসে উপযুক্ত বিষয় গুলো উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনা করে সবগুলো বিষয় সমাধান করবেন। আর বলেন আজ থেকে ইনাতগঞ্জ এবং দীঘলবাক ইউনিয়নে আর ঘনঘন লোডশেডিং হবেনা, স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এমন কথা গুলো বলে উত্তেজিত জনতাকে আশ্বস্ত করলেন। পরে অবরোধকারী ব্যক্তিরা তাঁদের এ কর্মসূচি স্থগিত করেন।
এসময় ভুক্তভোগী গ্রাহক ও প্রত্যক্ষদর্শীরা বলেন, নবীগঞ্জ উপজেলা সহ আমাদের দুটি ইউনিয়ন ৩নং ও ৪নং ইউনিয়নে ঘন ঘন লোডশেডিং হওয়ার প্রতিবাদে আজ বেলা ৩ঘটিকার সময় বান্দের বাজার জিরো পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। কর্মসূচি চলাকালে সময় আন্দোলনকারী ব্যক্তিরা হঠাৎ সড়কে বসে পড়েন। রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে।
এ সময় বক্তারা বলেন, নবীগঞ্জে প্রতিদিন ১৫ থেকে ১৬ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। গ্রামাঞ্চলের মানুষের ভোগান্তি আরও বেশি। কিন্তু পাশের জেলাগুলোয় প্রতিদিন লোডশেডিং হয় দুই থেকে তিন ঘণ্টা। এ ছাড়া হবিগঞ্জ থেকে প্রতিদিন ১হাজার ২০০মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া হয়।তাহলে এ জেলার মানুষ কেন বিদ্যুৎ পায় না। বিদ্যুতের কারণে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ভিন্ন করছে জনজীবন অতিষ্ঠ হচ্ছে এ দায় কে নেবে?
এ সময় প্রতিবাদ ও কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসাইন, দীঘলবাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও
ও সাবেক চেয়ারম্যান এওলা মিয়া, সাবেক মেম্বার ফখরু মিয়া, হুসাইন মিয়া, জুনেদ মিয়া প্রমুখ।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com