স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাংলা বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ, ফুড গ্রেড রঙের পরিবর্তে ইন্ডাস্ট্রি গ্রেড রঙ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ তেল ব্যবহারের অভিযোগে ‘বি বাড়িয়া বেকারি’কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ দণ্ড প্রদান করেন।
অভিযান চলাকালে দেখা যায়, বেকারিটি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করছে। এছাড়া খাদ্য তৈরিতে ফুড গ্রেড রঙের পরিবর্তে ইন্ডাস্ট্রি গ্রেড রঙ এবং মেয়াদোত্তীর্ণ তেল ব্যবহার করা হচ্ছিল। এসব অপরাধ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারার আওতায় দণ্ডনীয় হওয়ায় বেকারির মালিক হামদু মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, “জনস্বাস্থ্য রক্ষা ও ভোক্তার অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com