কংগ্রেস নিউজঃ
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এবং নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা, আহসান হাবিব খান, মোঃ আলমগীর ও আনিসুর রহমানকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস।
গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন ও মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম বলেন, আশা করি নতুন নির্বাচন কমিশন জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখাবেন। কোন ধরনের পক্ষপাতিত্ব বা বিতর্ক সৃষ্টি করতে পারে এমন নির্বাচন তারা পরিচালনা করবেন না।
বিবৃতিতে বলা হয়, সদ্য বিদায়ী নির্বাচন কমিশনে হাতে দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। দেশের মানুষ এখন আর ভোট কেন্দ্রে ভোট দিতে আসে না। নতুন নির্বাচন কমিশন কাজের স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করবেন বলে প্রত্যাশা করে দেশের সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস।
সার্চ কমিটি ও মহামান্য রাষ্ট্রপতি যাদের ওপর আস্থা রেখেছেন তাঁদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে মর্মে মন্তব্য করে বিবৃতিতে বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান ও মহাসচিব বলেন, নতুন নির্বাচন কমিশনের উচিৎ হবে প্রতি বছর রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসা এবং নির্বাচন ব্যবস্থার উন্নয়নে তাদের সাথে মতবিনিময় করা।
খুব শীঘ্রই নির্বাচন কমিশনে গিয়ে বাংলাদেশ কংগ্রেসের নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাদেরকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচছা জানাবেন বলে বিবৃতিতে ঘোষণা দেয়া হয়।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com