মোঃ বাবলু মল্লিক, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের নাড়াগাতী থানা পুলিশের অভিযানে চাপাইল ব্রীজের নিচ থেকে ৩ জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে নড়াগাতী থানা পুলিশ।
আটককৃতরা হলো, গোপালগঞ্জ জেলার সদর থানার সোনাকুড় গ্রামের মৃত সামসুল হক সিকদারের ছেলে আলামিন সিকদার (৩২) মৃত বাবু সিকদারের ছেলে মেহেদি সিকদার (২৩)ও মৃত কানাইলাল মজুমদারের ছেলে সবুজ মজুমদার (২২)। এছাড়া ও এদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে চাপাইল ব্রীজের নিচ থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার এস আই তারেক, এএসআই মোঃ মাহমুদ সহ সঙ্গীয়র্ফোস পহরডাঙ্গা ইউনিয়নের চাপাইল ব্রীজের নিচে বেলা আড়াইটার দিকে অভিযান পরিচালনা করে সোনাকুড় গ্রামের কুখ্যাত মাদক ব্যাবসায়ী মোঃ আলামিন সিকদার সহ ৩ জন কে আটক করে। এসময় তাদের কাছে থাকা ৪০পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম বলেন, নড়াগাতী থানা এলাকা মাদকমুক্ত করার অংশ হিসাবে অভিযান পরিচালনা করে ৩ জন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজূ করে নড়াইল আদালতে প্রেরন করা হবে।
০২/০১/২০২৫
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com