মোঃ বাবলু মল্লিক,নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া গ্ৰামের আমিন উদ্দিন খান এর ছেলে বাবুল খান ভূয়া সনদ দিয়ে গ্ৰাম পুলিশের চাকুরী করার অভিযোগ পাওয়া যায়।
বাবুল খান এর আইডি নং ৬৫০২৬১০০০২১৪
নিড জন্ম তারিখ ১/১/১৯৮০
ভূয়া জন্ম তারিখ ১/১/১৯৮৩
মূলতঃ বাবুল খান এর ন্যাশনাল আইডি কার্ড এর জন্ম তারিখ কম্পিউটারে ভূয়া তৈরি করে চাকুরীতে যোগদান করেছিল।
লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের ২০ জন সাক্ষরিত একটি অভিযোগ লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসারের বরাবর প্রেরন করে ও তার কোন ফলাফল পাইনি বলে জানান এলাকাবাসী।
এলাকাবাসীরা বলেন, ভূয়া সনদ ব্যবহার করে সরকারি চাকুরী পাওয়া যায়? এ কেমন কথা আমরা ২০ জনের সাক্ষরিত ওই ভুয়া সনদধারী বাবুল খান এর বিরুদ্ধে লোহাগড়া উপজেলা ইউএনও বরা বর লিখিত অভিযোগ দিয়েছি তার কি কোন প্রতিকার হবে না?
গ্ৰাম পুলিশ বাবুল খান এর চাকুরী হয় ইমতিয়াজ আহমেদ খান মাছুম এর আমলে, জাহাঙ্গীর খান এর নেতৃত্বে ।
২০ জনের স্বাক্ষরিত লিখিত অভিযোগ দিয়েও যখন কোন ফলাফল পেলাম না,তাই আমরা সাংবাদিকদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই জালিয়াতি গ্ৰাম পুলিশ বাবুল খান এর মুখোশ উন্মোচন করতে চাই।
এলাকাবাসীরা আরো বলেন,গ্ৰাম পুলিশ বাবুল খান দিঘলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দায়িত্বে রয়েছে, এই এলাকার বিভিন্ন দিক দিয়ে মানুষদের পুলিশের ভয় দেখিয়ে বাড়তি উৎকোচ গ্রহণ করে ওই এলাকার নিরীহ মানুষদের জিম্মি করে রেখেছে।
এলাকাবাসীরা বলেন, আইন প্রয়োগকারী সংস্থার কাছে জোর দাবি জানাচ্ছি গ্ৰাম পুলিশ বাবুল খান এর বিরুদ্ধে আনিত অভিযোগটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা ব্যক্ত করেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com