নিজস্ব প্রতিনিধি:
নড়াইল সদরে এক বৃদ্ধ ইজিবাইক চালকের গলা ও পুরুষাঙ্গ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের একটি বাঁশ বাগানের মধ্য থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম আকবার ফকির (৬৫)। সে আউড়িয়া ইউনিয়নের শড়াতলা গ্রামের মৃত মমিন ফকিরের ছেলে। তিন পেশায় একজন ইজিবাইক চালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ইজিবাইক চালক আকবার ফকির শড়াতলা গ্রামের নিজ বাড়ি থেকে বের হয় আর বাড়িতে ফেরেননি।পরে আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের একটি বাঁশ বাগানের মধ্যে তাল গাছের সাথে গামছা দিয়ে হাত-পা বাঁধা বৃদ্ধ আকবার ফকিরের মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন।
আকবার ফকিরের গলা ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় ছিলো। নড়াইল সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।
নড়াইলের পুলিশ সুপার (এসপি) মো.রবিউল ইসলাম বলেন,মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
এ ঘটনার তদন্ত চলছে,তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।😭
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com