প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ৪:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৩, ৭:৫৫ এ.এম
ধুলিহর দৌলতপুরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিন জব্দ করেছেন ভূমি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।

মোঃ আরশাদ আলী, স্টাফ রিপোর্টার।
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের দৌলত পুর গ্রামে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় উর্ধতন কতৃপক্ষের নির্দেশে ধুলিহর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম গতকাল ১১ সেপ্টেম্বর সোমবার অবৈধ ড্রেজার মেশিন আটক পূর্বক জব্দ করেছেন বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, ধুলিহর ইউনিয়নের তথা কথিত এক প্রভাবশালী জনপ্রতিনিধির ছত্রছায়ায় দীর্ঘ দিন ধরে এলাকায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে হরহামেশাই সম্পূর্ণ অবৈধ ভাবে জোর পূর্বক বালু উত্তোলন করে আসছে। গতকাল সোমবার দৌলত পুর গ্রামে ঐ জনপ্রতিনিধির ছত্রছায়ায় থাকা অবৈধ ড্রেজার মেশিন মালিক স্থানীয় আয়ুব আলী প্রকাশ্য বালু উত্তোলন করার সময় স্থানীয় একজন সংবাদ কর্মী জানতে পেরে তাৎক্ষণিকভাবে বিষয়টি উর্ধতন কতৃপক্ষ কে অবহিত করলে উর্ধতন কতৃপক্ষের নির্দেশে ধুলিহর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ঘটনা স্থলে গিয়ে সত্যতা পেয়ে অবৈধ ড্রেজার মেশিন আটক পূর্বক জব্দ করে স্থানীয় ইউপি সদস্য ও চৌকিদারের জিম্মায় রেখেছেন। স্থানীয় একাধিক সুত্রে জানা গেছে, প্রভাবশালী ওই জনপ্রতিনিধির প্রকাশ্য ইন্ধনে একাধিক অবৈধ ড্রেজার মেশিন মালিক সম্পুর্ন বেআইনি ভাবে দীর্ঘ দিন ধরে এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছিল।। এসব অবৈধ ড্রেজার মেশিন মালিকরা ওই জনপ্রতিনিধির ইন্ধনে বেশ দাম্ভিকের সাথে বালু উত্তোলন করায় সচেতন মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হলেও কেউ কিছু বলার সাহস পাচ্ছিল না।গতকাল আয়ুব আলীর অবৈধ ড্রেজার মেশিন স্থানীয় ভূমি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জব্দ করায়।এলাকায় মিষ্টি বিতরণসহ প্রশংসায় ভাসছেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।সচেতন এলাকাবাসী অবিলম্বে এলাকার সব অবৈধ ড্রেজার মেশিন আটক ও জব্দ করার জন্য সংশ্লিষ্ট উর্ধতন কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com