বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:১০ অপরাহ্ন
মোঃ আরশাদ আলী, স্টাফ রিপোর্টার সাতক্ষীরা ।
বিগত কয়েক দিনের অতি বৃষ্টির কারণে সাতক্ষীরা পৌরসভার কয়েকটি ওয়ার্ড সহ সদর উপজেলার লাবসা , ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইউনিয়নের ৩০ টা গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। বসত ঘর, রানা ঘর পানিতে তলিয়ে গেছে।
বিশেষ করে ধুলিহর ইউনিয়নের ১০ টি গ্রামের অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। খাবার ও রান্না করার পানি বিশুদ্ধ পানির অভাবে ভুগছে এলাকাবাসী,খাল- বিল- পুকুর সব একাকার পানি উঠেছে অনেকের বাড়িতে। বন্ধ হওয়ার উপক্রম হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। একাকার হয়ে গেছে এলাকার সব নলকূপ ও পায়খানা এলাকায় পানিবাহিত চর্ম রোগ ছড়িয়ে পড়েছে।
আজ শুক্রবার ৪ অক্টোবর সকালে ধূলিহর ইউনিয়ন এর বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে আসেন বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা শাখার আমির মাওলানা শাহাদাত হোসাইন। আরো উপস্থিত ছিলেন জেলা জামাতের ইউনিট সদস্য মাওলানা মোহাম্মদ আলী হাবিবি, উপজেলা জামাতের নায়েবে আমির মাস্টার হাবিবুর রহমান, নায়েবে আমির মাওলানা আজাদুল ইসলাম, সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর, সহকারি সেক্রেটারি প্রফেসর শহিদুর রহমান, ধুলিহর ইউনিয়ন জামাতের আমির মাওলানা আব্দুস সালাম সহ ইউনিয়ন এবং উপজেলা জামাতের নেতৃবৃন্দ।
ধুলিহর ইউনিয়নের ধুলিহর সানাপাড়া, বালুইগাছা, তালতলা, গোবিন্দপুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এসময় বন্যাকবলিত এলাকা মানুষের সাথে কথা বলেন পানি নিষ্কাশনের জন্য বিভিন্ন মতামত নেন।
এলাকাবাসী দাবি করেন যে ধূলিহর সুপারিঘাটা গেট দিয়ে যদি পানি সেচ দেয়া যায় তাহলে পানি কিছুটা কমে যাবে।
উকপজেলা আমির তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা বরাদ্দ দেন ও প্রশাসনের সহযোগিতায় স্থানীয় নেতৃবৃন্দকে মেশিন বা মটর এর মাধ্যমে সেচ কজ শুরু করার জন্য নির্দেশনা প্রদান করেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।