শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন
মোঃ আরশাদ আলী স্টাফ রিপোর্টার সাতক্ষীরা।
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সানাপাড়ায় ইরিধান ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আনারুল ইসলাম(৫০) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, সানাপাড়ার মৃত আমের আলীর পুত্র হতদরিদ্র চা-বিক্রেতা আনারুল ইসলাম পাশ্ববর্তী বালুইগাছা গ্রামের লক্ষ্মণ পালের ইরিধানের ব্লকে ৮ কাঠা জমিতে ইরিধান চাষ করে।কিন্তু উক্ত জমিতে ঠিকমত পানি না দেওয়ায় ২এপ্রিল দুপুর আনুমানিক ২টার সময় বালুইগাছা গ্রামের লক্ষ্মণ পালের স্ত্রী নমিতা পাল(৪০) ও তার পুত্র জয়পাল(২২)এর সাথে আনারুল ইসলামের কথা কাটাকাটি হয়।কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে জয়পাল ও তার মা নমিতা পাল কুপিয়ে আনারুল ইসলামকে হত্যা করে।এঘটনায় তাৎক্ষণিকভাবে ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর টু আইসি এএসআই শিল্লুর রহমান অভিযান চালিয়ে ঘাতক নমিতা পাল ও তার স্বামী লক্ষ্মণ পালকে আটক করে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান।এঘটনায় সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ অপারেশন সুশান্ত কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মুলঘাতক জয়পাল পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছেন। প্রসঙ্গত এঘটনায় উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত লক্ষ্মণের বাড়ির গোহাল ঘর থেকে ৩টি গাভী ধরে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৪লক্ষ টাকা। গরু ৩টি বর্তমানে ধুলিহর সানাপাড়ার নুরমান আলীর পুত্র আরশাদ আলীর জিম্মায় রাখা হয়েছে। গরু ৩টি আসামিদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে সদর থানার পরিদর্শক অপারেশন সুশান্ত কুমার এ প্রতিনিধিকে জানিয়েছেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।