মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার সাতক্ষীরা:
সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের নাথপাড়ার চন্দন সেনের বাড়িতে কে বা কারা রান্না করা খাবারের সাথে চেতনা নাশক মিশিয়ে ২শিশুসহ ৬জনকে অজ্ঞান করে নগদ ১৫ হাজার টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইউনিয়নে প্রতিরাতে হচ্ছে চুরি, দেখার যেন কেউ নেই, সাতক্ষীরার সুযোগ্য পুলিশ সুপার বিষয়টি দেখবেন কি?
জানা গেছে, ধুলিহর নাথপাড়ার গৌতম সেনের পুত্র চন্দন সেনসহ তার পরিবারের সবাই ৯ অক্টোবর বৃহস্পতিবার রাতে প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে বাড়ির কেউ ঘুম থেকে না ওঠায় প্রতিবেশিরা তাদের বাড়িতে গিয়ে ডাকাডাকি শুরু করে। কিন্তু কারোর ঘুম না ভাঙায় প্রতিবেশিরা ঘরে গিয়ে দেখে সবাই অচেতন অবস্থায় পড়ে আছে। শোকেজের তালা ভাঙা এবং ঘরের ভিতর সমস্ত জিনিস পত্র লন্ডভন্ড করা। তখন স্থানীয় গ্রাম ডাক্তার ফজলুর রহমানকে ডেকে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে। কিন্তু চন্দন সেনের স্ত্রী পারুল রানী সেন(৪০)এর অবস্থা আশংঙ্কা জনক হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে এম্বুলেন্সে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং চন্দন সেন(৪০), তার পিতা গৌতম সেন(৬৫), মাতা মিনা সেন(৬০), মেয়ে কথা সেন(৮) ও লতা সেন(৩) কে বাড়িতে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং তারা প্রত্যকেই আশংকা মুক্ত বলে ওই চিকিৎসক জানিয়েছেন। এঘটনায় দুর্বৃত্তরা নগদ ১৫ হাজার টাকা, ১৩ টি শাড়ি ও পিতলের থালাবাটিসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে বলে গৃহকর্তা চন্দন সেনের পিতা গৌতম সেন জানান। এঘটনায় সাতক্ষীরা সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেবেন বলে সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানিয়েছেন। এ ব্যাপারে এলাকার সচেতন মহল সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।