জামান মৃধা, ডিমলা (নীলফামারী)
নীলফামারী জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সদস্য মো. সেলিম ইসলাম সাগর বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার শুরু থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ সকল অঙ্গ সংগঠন তাদের সমর্থন জানিয়েছি। কিন্তু যতই দিন যাচ্ছে, নারীদের প্রতি অত্যাচার, নির্যাতন ও ধর্ষণের ঘটনার সংবাদ আমরা পাচ্ছি। তাতে ছাত্রসমাজ ও জনগণ শঙ্কিত।’
আজ সোমবার (১০ মার্চ) সকাল ১১ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর ডিমলায় ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের সামনে মানববন্ধন করেন ছাত্রদলের নেতারা। দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডিমলা উপজেলা এই মানববন্ধন করে।
নীলফামারী জেলা ছাত্রদলের সাবেক সদস্য সেলিম ইসলাম সাগর আরও বলেন, ‘বিগত সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে, তারই ধারাবাহিকতায় নারীদের প্রতি নিপীড়ন, নির্যাতন, ধর্ষণসহ সহিংসতার সংবাদ আমরা প্রতিনিয়ত পাচ্ছি। তাতে ছাত্রদল ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ।’
ধর্ষক ও নিপীড়নকারীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। দিনের পর দিন নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনা বাড়লেও সরকারের পক্ষ থেকে অতীতের মতো গতানুগতিক ধারার বক্তব্য শোনা যাচ্ছে বলে জানান ছাত্রদলের নেতারা।
এ সময় ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. লিমন হোসেন, তারিফ হোসেন, আরাফাত ইসলাম, শিহাব ইসলাম ও সুজন ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com