(জামান মৃধা ডিমলা নীলফামারী)
দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পূজার পর তিন বন্ধু মিলে তিস্তা ব্যারেজ ঘুরতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন। মঙ্গলবার বিকেল ৫টায় নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের স্লুইচ গেট নামক স্থানে সড়ক দুঘটনায় নিহত হয়েেছেন তারা।
নিহতরা হলেন নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়া গ্রামের অপিন চন্দ্র রায়ের ছেলে রিংকু রায় (২২), একই উপজেলার লক্ষনপুর বালাপাড়া গ্রামের নিতাই চন্দ্র রায়ের ছেলে দিপ্ত রায় (২২) ও দিনাজপুরের পারবর্তীপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের প্রসজিৎ রায় (২৫)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ৩টি মোটরসাইকেলে মোট ৮ জন যাচ্ছিল তারা। এর মধ্যে দুইটি মোটরসাইকেল দ্রুতগতিতে স্লুইচ গেট পার হওয়ার সময় ধাক্কা লেগে তিনজন থাকা একটি স্লুইচ গেটের ক্যানেলের নিচে পড়ে যায়। তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জলঢাকা হাসপাতালে নেয়ার পথে তারা মারা যায়।
জলঢাকা থানা পুলিশের ওসি মোস্তাফিজুর ররহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রুতগতিতে মোটরসাইকেলটি যাওয়ার সময় রাস্তা থেকে ৫০ ফিট নিচে পড়ে যায়। নিহতের পরিবারে সংবাদ পাঠানো হয়েছে।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com