অসিম সরকার দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধিঃ-
মহাগ্রন্থে আল্লাহতালা বলেছেন," প্রতিটি প্রাণিকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে"। মৃত্য থেকে পালানোর পথ নেই। হোক রাজা বা রাজাধিরাজ।
মৃত্যুু যেনো মানবজীবনের অপরিহার্য অংশ। আর মৃত্যুর পরে মুসলিমরা সমাহিত হয় গোরস্তানে। এটাই আসল ঠিকানা, আসল বাড়ি।
আগে পরে সকলকেই এই সাড়ে তিন হাত মাটির ঘরে চিরদিনের জন্য বসতি করতে হবে।
দেশে করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে সরকার ১ সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে। আজ লকডাউনের তৃতীয় দিন চলছে।
কঠোর লকডাউনের কারণে এলাকার তরুণরা অবসর।তরুণ যুবারা
এমন সময়টাকে কাজে লাগিয়ে দিলেন মানবিকার চর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো.জাকির হোসেন এর আহ্বানে।
আজ শনিবার দুপুরে জয়পুর-চন্দনপুর কবরস্থানের ঘাস পরিস্কার ও কবরস্থানটিকে আবর্জনামুক্ত রাখতে পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করে এলাকার তরুণ ও মধ্য বয়সী ব্যক্তিরা।
মানবতার ফেরিওয়ালা মো.জাকির হোসেন এর নিজ অনুদানে কবরস্থানটি এখন একটি সুন্দর পরিবেশে রুপ নিয়েছে।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com