এস চৌধুরী, কাপ্তাই, রাঙ্গামাটি।
পার্বত্যজেলা রাঙ্গামাটি, কাপ্তাই এর শীলছড়িতে স্থাপিত বাংলাদেশ টিম্বার কারখানাটির পারিপার্শ্বিক অবস্থা দেখে প্রাথমিক ভাবে ভুতড়ে বাড়ী মনে হলো।
ভিতরে হাত গলিয়ে কারখানার মেইন গেইট খুলে ভিতরে প্রবেশ করলাম।ঘুটি ঘুটি পায়ে এগুতে লাগলাম।শব্দ করতে লাগলাম।কিছুক্ষণ পরে দেখলাম কেউ একজন গ্লাসের ভিতর থেকে উঁকি ঝুঁকি দিচ্ছে।
ম্যানেজার এর দেখা পাওয়াতে সমাদরে রেস্ট হাউজে নিয়ে বসালেন।চা নাস্তার পর জানালেন কারখানার অসহায় অবস্থার কথা ম্যানেজার ও অফিস ম্যানেজমেন্ট।অনেক শ্রমিক বেকার হয়েছ। তারপরেও দুই লক্ষ টাকা বর্তমান স্টাফের বেতন গুনতে হচ্ছে।
এই কারখানাতে পার্বত্য অঞ্চল থেকে আহরিত বনজ গাছ হইতে প্রক্রিয়া করনের মাধ্যমে পারটেক্স প্রস্তুত করে দেশীয় চাহিদা পূরনের পর বিদেশেও রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হতো।
এই কারখানার মালিক বক্কর সাহেবকে ফোনে না পাওয়াতে উনার চট্টগ্রামের ম্যানেজমেন্ট এর সাথে কথা হয়েছ। জেনারেল ম্যানেজার অমূল্য রঞ্জন সরকার ওরফে সরকার বাবু জানালেন দু এক মাসের মধ্যেই কারখানা চালু করবে।
অর্থনৈতিক সমস্যার কারনে কোম্পানি মিল চালু রাখতে পারতেছেনা।৭০ কোটি টাকার সম পরিমান একটা ঝামেলা নিষ্পত্তি হয়েছে। আশা রাখছি দ্রুত কারখানাটি পুনরায় জীবন ফিরে পাবে।ব্যবসা বাণিজ্য সহ লোকারণ্যে প্রাণ ফিরে পাবে শীলছড়ি এলাকা এই আশাবাদ ব্যাক্ত করছি।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com