ডেস্ক রিপোর্টঃ ঢাকা হতে পরিচালিত জনপ্রিয় অনলাইন, তরুন প্রজন্মের আশার স্বপ্ন দৈনিক পরিবর্তন পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন মোঃ মাহাবুব ইসলাম।
বুধবার পত্রিকাটির অফিস কর্তৃক পাঠানো একটি পরিচয় পত্রের মাধ্যমে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি দীর্ঘদিন থেকে সাংবাদিকতা পেশায় সম্পৃক্ত থেকে লক্ষীপুর জেলা হতে লেখালেখি করে আসছেন। এখনো তিনি সাংবাদিক হিসাবে দেশ ও জাতির কল্যানে কাজ করে চলেছেন।
দৈনিক পরিবর্তনের নির্বাহী সম্পাদক মোঃ আদম আলী অভিমত ব্যক্ত করে বলেন যে, মোঃ মাহাবুব ইসলামের এই নিয়োগের মাধ্যমে লক্ষীপুরের ঘটে যাওয়া ঘটনা নেটিজেনদের পাশাপাশি দেশের সকলের নিকট পৌছানোর আরো একটু সুযোগ তৈরি হলো।
অপরদিকে পত্রিকার সম্পাদক এম আকাশ তার অভিমত ব্যক্ত করতে যেয়ে বলেন- মোঃ মাহাবুব ইসলাম একজন সিনিয়র সাংবাদিক এবং সাহসী কলমযোদ্ধা, তিনি অবশ্যই সকল বাধা অতিক্রম করে সত্যের পক্ষে লিখে যাবেন। মোঃ মাহাবুব ইসলামকে সকল প্রকার নিউজ সংগ্রহকালীন সময়ে বাধা/বিপত্তি হতে সহযোগিতা করতে লক্ষীপুর জেলা প্রশাসকের নিকট বিনীত অনুরোধ জানান।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com