বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৫৬ অপরাহ্ন
সিদ্দিক আহমদ আতিক
চট্টগ্রাম অফিসঃ
জাতীয় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার সাফল্যের ৩য় বর্ষ পেরিয়ে ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) সকাল ১১টায় নগরীর নিউমার্কেট এলাকায় দোস্ত বিল্ডিংয়ে অবস্থিত দৈনিক গণমানুষের আওয়াজের চট্টগ্রাম অফিসে কেক কাটার পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি,জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক এবং চট্টগ্রাম সাংবাদিক ফোরামের সদস্য,জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন চট্টগ্রাম কমিটির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাঈদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ফোরামের আহবায়ক,একে বাংলা টিভির চেয়ারম্যান,সাপ্তাহিক অপরাধ বিচিত্রার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান শিব্বির আহমেদ ওসমান।
কেক কাটার পর দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ভূয়সী প্রশংসা করে বক্তারা বলেন, পত্রিকাটি শুরু থেকে মানসম্মত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সারাদেশে লাখো পাঠকের মন জয় করেছে।সত্য ও অবকাঠামো নিউজ প্রকাশে পত্রিকাটি দৃঢ়বদ্ধ থাকায় প্রথম সারির দৈনিকে রুপান্তর হচ্ছে।পত্রিকার সম্পাদক-প্রকাশক,সহযোগী সম্পাদক, বার্তা সম্পাদক,অফিসের কর্মকর্তা ও কর্মচারী সহ সারাদেশের প্রতিনিধিদের আন্ত্ররিকতায় পত্রিকাটি আরো বেশি সফল হবে। দৈনিক গণমানুষের আওয়াজ অসহায় ও অবহেলিত মানুষের কথা বলে।স্বাধীনতার পক্ষে ও বঞ্চিতদের অধিকারের কথা বলে।শ্রমজীবী, নির্যাতিত ও বঞ্চিতদের পাশে থেকেই পত্রিকাটি এগিয়ে যাচ্ছে।
চট্টগ্রাম বার্তার স্টাফ রিপোর্টার জোবাইর বিন জিহাদীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও লেখক কামরুল ইসলাম, চট্টগ্রাম ট্রিবিউন’র সহ-সম্পাদক আয়াজ আহমেদ সানি,দর্পন টিভির সহ-সম্পাদক ও দৈনিক স্বপ্নের বাংলাদেশ এর চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান ছিদ্দিক আহমদ আতিক , সাপ্তাহিক অপরাধ চিত্রের চট্টগ্রাম জেলা প্রতিনিধি মোহাম্মদ রিয়াজ উদ্দিন, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বাঁশখালী প্রতিনিধি মোঃ শাহেদুল আলম প্রমুখ।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।