রাষ্ট্র ও নাগরিকের নিরাপত্তা বিধানের জন্য সামরিক ও অসামরিক সংস্থার গোপন তথ্য প্রয়োজন হয়। এসব তথ্য গোয়েন্দারাই সংগ্রহ করে দেন। এ ব্যবস্থাহীন পৃথিবী অকল্পনীয়। তাই বলা যায়, গোয়েন্দা ছাড়া চলে না বিশ্ব। পরদেশে আধিপত্য করতে হলেও দরকার গোয়েন্দা তৎপরতা। এ ধরনের তৎপরতার কাহিনি ফাঁস করে আলোড়ন তুলেছিলেন অ্যাসাঞ্জ ও স্লোডেন। দূর অতীত বা আজকের দুনিয়া সর্বকালেই আকর্ষণীয় গোয়েন্দাদের শ্বাসরুদ্ধকর অভিযান। গোয়েন্দা বিষয়ে আজকের বিশেষ আয়োজনে- তারকা গোয়েন্দা অলড্রিক অ্যামস : তাকে বলা হয় ডাবল এজেন্ট। শুরুর দিকে কাজ শুরু করেন সিআইএর হয়ে। যুক্তরাষ্ট্রের হয়ে কাজ শুরু করলেও একসময় দল পাল্টে ফেলেন। সোভিয়েত ইউনিয়নের হয়ে কাজ শুরু করলে তার চমক দেখে বিশ্ব। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্যগুলো সোভিয়েত ইউনিয়নের কাছে বিক্রি করে দেন। তাকে পরবর্তীতে সিআইএর ইউরোপিয়ান অফিস থেকে তথ্য চুরির কাজে নিয়োজিত করলে তিনি সফল হন। তার অঢেল সম্পদ সবাইকে ঈর্ষান্বিত করে।-সংগৃহীত
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com