ডেক্স রিপোট
দেশের মানুষ আর আওয়ামী লীগ-বিএনপি চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম। মানুষ এখন বিকল্প রাজনৈতিক শক্তিকে স্বাগত জানাতে মুখিয়ে আছে। কলারোয়া উপজেলা কংগ্রেসের নতুন অফিস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, স্বৈরাচার পরবর্তী নব্বই দশক থেকে দলদুটি ধারাবাহিকভাবে ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় ও সামাজিক কাঠামোকে একেবারে ধ্বংস করে ফেলেছে।
এ্যাডঃ ইয়ারুল ইসলাম বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার ধ্বংসের জন্য আওয়ামী লীগ ও বিএনপি সমানভাব দায়ী। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্হায়ী কোন সমাধান নয়। সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার নির্বাচন কমিশনকে শক্তিশালী ও নিরপেক্ষ করা। সংবিধানকে লঙ্ঘন করে দলদুটি সব সময় নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাহী বিভাগের হাতে তুলে দিয়েছে। ফলে কোন সরকারের আমলেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব হয়নি, আগামীতেও হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
কলারোয়া উপজেলা কংগ্রেসের আহবায়ক ফিরোজ কামাল শিমুলের সভাপতিত্বে আলোচনা সভায় আরো অংশ নেন কলারোয়া পানলিক ইনস্টিটিউটের সেক্রেটারি এ্যাডঃ কামাল রেজা, সাতক্ষীরা জেলা ন্যাপের সভাপতি হায়দার আলী শান্ত, এ্যাডঃ কাজী আব্দুল্লাহ আল হাবীব, বরনডালি কলেজের সহকারী অধ্যাপক মোঃ ফজলুল হক, রিডো এনজিওর পরিচালক মোঃ আমিরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ শেখ আলতামুন, সঙ্গীত শিল্পী মিল্টন কবির, জয়নগর ইউনিয়ন কংগ্রেসের আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক, সাতক্ষীরা পৌর কংগ্রেসের ৫ নং ওয়ার্ড আহবায়ক মাওলানা মোঃ শফিকুল ইসলাম প্রমূখ।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com