দেবহাটা অফিস ॥ ট্রাফিক সচেতনতামুলক সপ্তাহ উপলক্ষে গতকাল সাতক্ষীরা জেলার দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন বিষয়ে সতর্ক ও প্রচারনা করেন। পারুলিয়া, সখিপুর, গাজীরহাট এলাকার জন সাধারন, বাইকচালক সহ বিভিন্ন যানবাহনের চালকদেরকে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেন এবং ট্রাফিক আইন লঙ্ঘনে দূর্ঘটনা ঘটে সে বিষয়ে অবহিত করেন, আইন মান্য না করলে আইনের আওতায় আনার বিষয়টি অবহিত করেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com