শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ন
মোঃ সাদ্দাম হোসেন
পটুয়াখালী জেলা প্রতিনিধি…..
পটুয়াখালীর দুমকিতে থানার পুলিশ ব্যারাকে নিরঞ্জন মালী (৫০) নামের একজন রাইটারের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুন) গভীর রাত পর্যন্ত কম্পিউটারের কাজ শেষ করে থানা ভবনের দোতলায় পুলিশ ব্যারাকে ঘুমাতে যায় নিরঞ্জন। সোমবার বেলা ১১টায়ও ঘুম থেকে না জাগায় ব্যারাকের অন্যান্যরা ঘুম থেকে জাগাতে গিয়ে তাঁকে মৃতু দেখতে পায়। ঘুমের মধ্যে স্ট্রোক আক্রান্তে নিরঞ্জন মালীর মৃত্যু হয়েছে বলে পুলিশের জানালেও স্থানীয় সংবাদ কর্মীদের কাউকেই লাশ দেখতে দেয়নি। এমনকি পুলিশ ব্যারাকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে থানা পুলিশ। এতে ওই রাইটারের মৃত্যু নিয়ে ধোয়াশার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার. মোঃ মাহফুজুর রহমান থানার পুলিশ ব্যারাক পরিদর্শণ করলেও সাংবাদিকদের তিনি এড়িয়ে যান।
দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অপর দিকে নিরঞ্জণের গ্রামের বাড়িয়ে খবর পাঠানো হয়েছে।
মৃত নিরঞ্জন মালীর গ্রামের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ছৈলাবুনিয়া এলাকায় বলে জানা গেছে। তার পিতার নাম নিরোদ মালি।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।