(পরিবর্তন বার্তাকক্ষ):
দিনাজপুর শিল্পকলা একাডেমি চত্বরে বুধবার সন্ধ্যায় শুরু হয়েছে ৩দিন ব্যাপি পিঠা ও সংস্কৃতি শিল্পীদের পরিবেশনায় লোক সংস্কৃতি উৎসব।
গতকাল বুধবার রাত ৮ টায় দিনাজপুর শহরের শিল্পকলা একাডেমির মাঠে স্টল সাজিয়ে নানান পদের হরেক রমক পিঠাপুলি সাজিয়ে বিকিকিনিতে মেত উঠেন অংশ গ্রহণকারীরা ।পিঠা উৎসবে প্রায় ২২ টি স্টল স্থান পেয়েছে। পছন্দের পিঠাপুলির স্বাধ নেন পুরুষ, মহিলা ও শিশু ভোজন রসিকেরা। শীতের আমেজে পিঠা উৎসব বাঙ্গালী সাংস্কৃতির চিরাচরিত ঐতিহ্য।
দিনাজপুর শিল্পকলা একােেডমির কর্মকর্তা মেরিনা পারভিন গতকাল বুধবার রাত সাড়ে ১০টায় এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন।তিনি বলেন,বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সারাদেশে একযোগে শুরু হয়েছে ৩ দিন ব্যাপি জাতীয় পিঠা ও লোক সংস্কৃতি উৎসব। জীপে জল আসা পুয়া, মালপোয়া, পাটিসাপ্টা, নুনিয়া, তেলপিঠা, ভাপা দুধ চিতই ছাড়াও গাজরের পায়েস, খির পায়েসসহ নানান নামের মজাদার চটপটি কেকসহ নানান পদের মুখরোচক খাবারের স্টল।পাশাপাশি স্থান পেয়েছে চিরাচরিত পাপড় ভাজা সাত মিশালীর মত খাবারের সম্ভার। চিত্র বিনোদনে শিল্পীরা পরিবেশন লোকজ সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com