অসিম সরকার দাউদকান্দি প্রতিনিধিঃ-
৮ আগস্ট (শনিবার) কুমিল্লার দাউদকান্দিতে করোনাকালীন প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে কুমিল্লা উত্তর জেলায় কর্মরত সাংবাদিকদের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
কুমিল্লার দাউদকান্দি উপজেলা মিলনায়তনের সভা কক্ষে এ চেক প্রদান করা হয়। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি। উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুল ইসলাম খান।
এ সময় কুমিল্লা উত্তর জেলায় কর্মরত ২২জন সাংবাদিককে ২ লাখ ২০ হাজার টাকার চেক চেক প্রদান করা হয়। করোনা পরিস্থিতিতে এই সহায়তা প্রদান করায় কুমিল্লা উত্তর জেলার সাংবাদিকরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন সাংবাদিকরা।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com