অসিম সরকার দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ-
কুমিল্লার দাউদকান্দি উপজেলা বিটেশ্বর ইউনিয়নের করোনার কারণে শ্রমিক সংকটে দিশেহারা হয়ে পড়া এক কৃষকের জমির ধান কেটে দিয়েছে ইউনিয়ন ছাত্রলীগ কর্মীরা। আজ ০৬ মে বৃহস্পতিবার, সকালে উপজেলার বিটেশ্বর গ্রামের কৃষক মোঃ বিল্লাল মিয়ার জমির ধান কাটেন তাঁরা।
এ সময় ছাত্রলীগ ওই কৃষকের ৪০ শতাংশ জমির বোরো ধান কেটে ঘরে তুলে দেয়। জমির ধান কেটে বাড়ি পযন্ত পৌঁছে দেওয়ায় খুশি কৃষক মোঃ বিল্লাল মিয়া। তিনি ছাত্রলীগের এ ধরনের কাজের জন্য প্রশংসা করেন।
কৃষক বিল্লাল মিয়া জানান, করোনায় ধান কাটার জন্য শ্রমিক সংকটে ভুগছিলেন তিনি। খবর পেয়ে বিটেশ্বর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি রুবেল ভূঁইয়া ,সহ-সভাপতি নবীর বেপারী, সুজন, পরান ও মেহেদী হাসানের নেতৃত্বে বিটেশ্বর ইউনিয়নের ছাত্রলীগের একদল কর্মীরা কৃষকের মাঠে গিয়ে সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত ধান কাটে। পরে কাটা ধান আঁটি বেঁধে কৃষকের বাড়িতে পৌঁছে দেন তাঁরা।
ছাত্রলীগকর্মী রুবেল ভূঁইয়া জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ও দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) এর সার্বিক সহযোগিতায় দাউদকান্দি উপজেলা বিভিন্নস্থানে করোনায় সংকটে পরা কৃষকের পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রলীগ।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com