হেলাল উদ্দিন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। মানুষ মানুষের জন্য দরিদ্র অসহায় ও প্রতিবন্ধীরা দেশ ও সমাজের অংশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে তারাশ উপজেলা প্রশাসনের সহযোগিতায় দোবিলা অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্তু ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। বুধবার বিকেল ৩টায় আলহাজ্ব হাসান আলীর সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাশ উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম এ সময় দোবিলা অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন,জিন্দানী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল হোসেন আনসারী,উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ার হোসেন,বি এন পির নেতা শহিদুল ইসলাম,যুবদল নেতা আবুসামা,সোহেল প্রধান,কৃষক দলের নেতা আরিফুল ইসলাম, ছাত্রদলের নেতা জাকারিয়া উক্ত বিদ্যালয়ের শিক্ষক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এ সময় প্রায় দুই শতাধিক প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com