পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
দক্ষিণ অঞ্চলের স্বপ্নের দাবি!
মহাসড়ক সহ ফোর লেনে উন্নীতকরণ
কুয়াকাটা টু কক্সবাজার।
১ ডিসেম্বর'২০২৩ ইং (শুক্রবার) বিকালে পটুয়াখালীতে লোহালিয়া ব্রিজ এলাকায় জেলা রিপোর্টার্স ক্লাবের অনুসন্ধানী সাংবাদিকতায় তৎপর সাংবাদিকদের সরেজমিনে গিয়ে তদন্ত উঠে আসে এই দক্ষিণ অঞ্চলের স্বপ্নের দাবি!
"মহাসড়ক সহ ফোর লেনে উন্নীতকরণ-
কুয়াকাটা টু কক্সবাজার"।
কেননা পটুয়াখালী কুয়াকাটা থেকে সেই সুদূর কক্সবাজার যেতে হলে যেমন দীর্ঘ পথ পাড়ি দিতে হয় অনেক আঁকাবাঁকা পথে অনেক সময় ব্যয় সাপেক্ষে ঘুরে যেতে হয়।
অপরপক্ষে পটুয়াখালী সংযুক্ত বরগুনা বরিশাল ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী চট্টগ্রাম ও কক্সবাজার সংযুক্ত মহাসড়ক বাস্তবায়িত ও ফোর লেনে উন্নীতকরণ হলে যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধিত হবে।
সেই সাথে শিক্ষা ক্ষেত্রে প্রসারতা ও উন্নয়ন ঘটবে।
গড়ে উঠবে শিল্প প্রতিষ্ঠান এবং প্রসারিত হবে অর্থনৈতিক অঞ্চল হিসেবে। সামাজিক ব্যবস্থার প্রসারতা সহ উন্নয়ন সাধিত হবে এই জেলাগুলোর পারস্পরিকভাবে আরও সম্পর্ক সুদৃঢ় হবে। পাশাপাশি শিল্প-সংস্কৃতির বিকাশ ও পর্যটন সম্প্রসারণ হবে। বিভিন্ন ধরনের শিল্প কারখানায় ও প্রতিষ্ঠান স্থাপিত হবে তাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে ব্যাপকভাবে এতে করে অর্থনৈতিক সমৃদ্ধি ও জিডিপির প্রবৃদ্ধি লাভ করবে।
সরকারের বাড়বে রাজস্ব আয়,বাংলাদেশ হতে পারে একটি সমৃদ্ধশালী দেশ।
এই টিমে জেলা সভাপতি মোল্লা মুহাম্মদ নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সাংবাদিক ফিরোজ আহমেদ এবং আইন উপদেষ্টা এডভোকেট মাহমুদুল হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, ডাক্তার, ছাত্র প্রতিনিধি কর্মজীবী উপস্থিত ছিলেন
রচনা ও সম্পাদনাঃ আলহাজ্ব সাংবাদিক ফিরোজ আহমেদ পটুয়াখালী
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com