নিজস্ব প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে জনৈক তোফাজ্জেল হোসেন কে পিটিয়ে হত্যার প্রতিবাদে বাংলাদেশ কংগ্রেস শুক্রবার(২০ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় বাংলামোটরস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জেল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীমকে পিটিয়ে হত্যায় ক্ষোভ প্রকাশ করা হয় এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকারীদেরকে বিচারের আওতায় আনার দাবী জানানো হয়।
এ্যাডঃ কাজী রেজাউল হোসেন বলেন, স্বৈরাচারের পতনের পর দেশবাসী আশা করেছিল দেশে স্থিতিশীলতা ফিরে আসবে, শান্তি ফিরে আসবে। কিন্তু কুচক্রি মহলের কারণে দেশে একের পর অস্থিরতা সৃষ্টি হচ্ছে।
শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটানো হচ্ছে। চারিদিকে চাঁদাবাজি ও জোরজবরদস্তি করে জমি-জমা ও ব্যবসা প্রতিষ্ঠান দখল করা হচ্ছে।
আইন-শৃংখলা বাহিনী ঠিকমতো দায়িত্ব পালন করছে না। ফলে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনাবাহিনীকে মোতায়েন করা হচ্ছে।
বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম বলেন, যে শিক্ষার্থীরা স্বৈরাচারের পতন ঘটিয়ে নিজেদেরকে কীর্তিমান করেছে, তারাই আজ দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে তাদের অর্জনকে ভূলুন্ঠিত করছে। তারা নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে, মানুষকে পিটিয়ে মারছে, শিক্ষকদের গায়ে হাত তুলছে। বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে পিটিয়ে মানুষ মারার ঘটনা দেশবাসীকে হতবাক করেছে। বাংলাদেশ কংগ্রেসের ভাইস চেয়ারম্যান এ্যাডঃ মোঃ আব্দুল আওয়াল, যুগ্ম মহাসচিব মোঃ আব্দুল্লাহ আল মামুন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল মোরর্শেদ, দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমান, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ আজিজুল হক সুমন, যুগ্ম-সাহিত্য ও সংষ্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ হাসান শেঠ, যুগ্ম- কৃষি, খাদ্য ও সমবায় বিষয়ক সম্পাদক, মোঃ আব্দুল্লাহ, নির্বাহী সদস্য আনোয়ার কে মোরর্শেদ, শ্রমিক কংগ্রেস কেন্দ্রীয় নেতা মোঃ সেলিম রেজা বাচ্চু, সদস্য কাওছার, মোঃ সোহেল, মোঃ সোহেল হায়দার বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com