পরিবর্তন ডেস্কঃ
ভারতের বেঙ্গালুরু থেকে মহিশুর যাবেন নানি-নাতনি। তাদের সঙ্গে থাকা খাঁচায় ছিল চারটি তোতাপাখি। তারা কর্ণাটক রাজ্যের সরকারি সংস্থা কেএসআরটিসির বাসে করে যাবেন। সরকারের সুবিধাপ্রাপ্ত ‘শক্তি যোজনা’ শ্রেণিভুক্ত হওয়ায় তাদের টিকিট না লাগলেও সঙ্গে থাকা তোতার খাঁচার জন্য টিকিট কাটতে বাধ্য করলেন কন্ডাক্টর। ৪টি তোতাপাখির জন্য চারটি শিশুর সমান অর্থ চার্জ করল কর্তৃপক্ষ। ঘটনাটির কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে অনেকেই বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন।
কন্ডাক্টর প্রতিটি তোতার জন্য ১১১ রুপি করে মোট ৪৪৪ রুপি চার্জ করেছেন। গত মঙ্গলবার সকালের এ ঘটনার প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, নানি ও নাতনি দুই পাশের সিটে বসে আছেন আর তাদের মধ্যের সিটে তোতার খাঁচা।
কেএসআরটিসির প্রিমিয়াম সেবায় পোষা কুকুরের জন্য একজন পূর্ণ বয়স্কের অর্ধেক এবং পোষা পাখি, বিড়ালের জন্য একটি শিশুর অর্ধেক ভাড়া নির্ধারিত। তবে মঙ্গলবারের ঘটনায় প্রতিটি তোতার জন্য একটি শিশুর সমান আদায় করা হয়েছে।
সূত্র: নিউজএইটিন
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com