আবদুল বাতেন, আন্তর্জাতিক সম্পাদক:-
কলকাতায় ডেপুটি হাইকমিশনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানোকে 'দুঃখজনক' উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
'বঙ্গীয় হিন্দু জাগরণ' নামে একটি সংগঠনের 'সহিংস' প্রতিবাদের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিপুল সংখ্যক বিক্ষোভকারী কলকাতার ডেপুটি হাইকমিশনের সামনে ওই সমাবেশে যোগ দেন যা এক পর্যায়ে সহিংস রূপ নেয়।
"পুলিশ ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা ভবনের সীমানায় পৌঁছে যান," উল্লেখ করে এতে আরো বলা হয়, "তারা বাংলাদেশের জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করেন এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ান।"
যদিও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেই মনে করছে বাংলাদেশ।
বৃহস্পতিবারের ওই ঘটনায় উদ্বেগ জানিয়ে শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে, বাংলাদেশ সকল ধরনের সহিংসতার বিপক্ষে উল্লেখ করে, ভারতে দেশটির কূটনৈতিক মিশনসমূহ এবং এর কূটনীতিক ও অ-কূটনীতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সেদেশের সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com